সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলীর একগুচ্ছ রোমান্টিক ছবি। যুক্তরাষ্ট্রে তোলা এসব ছবিতে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে শাকিব ও তাদের ছেলে শেহজাদ খান বীরকেও।
ছবিগুলো ঘিরে যখন নেটদুনিয়ায় শুরু হয়েছে গুঞ্জন, ঠিক তখনই আলোচনায় যোগ দিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। রোববার (৩ জুলাই) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে এই প্রসঙ্গে নিজের মন্তব্য জানান তিনি।
ছবিতে জয়কে বিমানে বসা অবস্থায় দেখা যায়। আর ক্যাপশনে তিনি লেখেন, ‘শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন, দায়িত্ব পালন করেও কাউকেই খুশি করতে পারছেন না। কারণ, অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না। সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব।’
এ ছাড়া নিজেকে উদাহরণ দিয়ে যোগ করেন, ‘তিনি যত বড় স্টার, তত বড় মেধাবী নন। আবার আমি যত মেধাবী, তত বড় স্টার নই।’
কিছুদিন আগেই শাকিব খানকে দেখা গেছে অপু বিশ্বাস ও তাদের সন্তান আব্রাম খান জয়–এর সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটাতে। এরপরই বুবলী ও শেহজাদের সঙ্গে তার নতুন ছবি ঘিরে আবারও শোরগোল শুরু হয়েছে।
নেটিজেনদের অনেকেই বিষয়টিকে দেখছেন ইতিবাচকভাবে, আবার কেউ কেউ দিচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। তবে শাকিব এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।
Leave a Reply