free tracking

পরিবার সঞ্চয়পত্রে ৫ বছরে চমক!

তুলনামূলক বেশি মুনাফা এবং মাসিক ভিত্তিতে আয় উত্তোলনের সুবিধার কারণে পরিবার সঞ্চয়পত্র বর্তমানে বাংলাদেশের সঞ্চয়পত্রের মধ্যে অন্যতম জনপ্রিয়। পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে বার্ষিক সর্বোচ্চ মুনাফার হার ১১.৯৩ শতাংশ, যা বর্তমানে চালু থাকা সব সঞ্চয়পত্রের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

জাতীয় সঞ্চয় অধিদফতরের আওতায় ২০০৯ সালে চালু হওয়া এই প্রকল্পে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে মাসিক ভিত্তিতে মুনাফা পাওয়া যায় এবং মেয়াদ শেষে মূলধন তুলে নেওয়া যায়।

পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন নিম্নলিখিত মূল্যে: ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার, ১ লাখ, ২ লাখ, ৫ লাখ ও ১০ লাখ টাকা

সঞ্চয়পত্র কেনা যায় নিচের জায়গাগুলো থেকে:

জাতীয় সঞ্চয় অধিদফতর

বাংলাদেশ ব্যাংকের সব শাখা

নির্ধারিত বাণিজ্যিক ব্যাংক

ডাকঘর

এছাড়া, এই সঞ্চয়পত্রে শুধুমাত্র নির্দিষ্ট কিছু শ্রেণির ব্যক্তিরা বিনিয়োগ করতে পারেন—যেমন নারীরা, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সীরা।

সঞ্চয় স্কিমের নাম মেয়াদ (উত্তীর্ণ হলে) ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি
মুনাফার হার
পরিবার সঞ্চয়পত্র ১ম বছরান্তে ৯.৮১% ৯.৭২%
২য় বছরান্তে ১০.২৯% ১০.১৯%
৩য় বছরান্তে ১০.৮০% ১০.৭০%
৪র্থ বছরান্তে ১১.৩৫% ১১.২৩%
৫ম বছরান্তে ১১.৯৩% ১১.৮০%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *