নকল নোটের ভয়? এবার আর নয়! বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের নতুন নকশার ১০০ টাকার নোট, যাতে যোগ করা হয়েছে ১০টি উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য। আসল নোট সহজেই চেনা যাবে—শুধু চোখ-কান খোলা রাখলেই হবে!
মঙ্গলবার (১২ আগস্ট) থেকে নতুন নোটটি বাজারে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নোটে থাকছে যেসব নিরাপত্তা বৈশিষ্ট্য:
রঙ পরিবর্তনশীল ‘১০০’ লেখা:নোটের ডান কোনায় থাকা “১০০” লেখা নাড়ালে সোনালি থেকে সবুজে রঙ পাল্টাবে।
দুটি নিরাপত্তা সুতা:বাম পাশে থাকা লাল ও উজ্জ্বল রুপালি সুতা নড়াচড়া করলে রঙ বদলে যাবে—লাল থেকে সবুজে।
তিনটি উঁচু বৃত্ত:হাতে স্পর্শ করলেই বুঝবেন এগুলো অসমতল, যা দৃষ্টিশক্তিহীনদের জন্যও সহায়ক।
অদৃশ্য ‘১০০’ লেখা:গভর্নরের সইয়ের পাশে একটি গোপন “১০০” লেখা, যা শুধু আলোয় ধরে দেখলে বোঝা যাবে।
জলছাপ:নোটে রয়েল বেঙ্গল টাইগারের মুখের জলছাপ, যা উভয় পাশ থেকে আলোয় ধরলে স্পষ্টভাবে দেখা যাবে।
নোটে থাকছে দৃষ্টিনন্দন দৃশ্যপট:
সামনের অংশে: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ও শাপলা ফুল
পেছনে: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য
এই সিরিজে আরও যেসব নোট আসছে:✔️ ৫০০ টাকা
✔️ ২০০ টাকা
✔️ ১০ টাকা
✔️ ৫ টাকা
✔️ ২ টাকা
(ইতিমধ্যে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন সংস্করণ চালু হয়েছে।)
নতুন নোট হাতে পাওয়ার পর এই বৈশিষ্ট্যগুলো যাচাই করে নিন, যেন নকলের ফাঁদে না পড়েন।
Leave a Reply