ছেলে ভালোবাসে একটি মেয়েকে। সে তার নিজের সিদ্ধান্তে অটল যে, তার পছন্দের মেয়েকেই বিয়ে করবে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন মা। তবে সরাসরি কিছু না বলেই, ছেলের বিয়ের দিন এমন এক কাণ্ড ঘটান যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি সামনে আসে রেডিটের ‘r/weddingshaming’ নামের একটি পেজে। সেখানে এক নববধূ নাম প্রকাশ না করে জানান, কীভাবে তার শাশুড়ি বিয়ের দিন কনে সেজে হাজির হন।
নববধূর ভাষ্য অনুযায়ী, তিনি এবং তার স্বামী দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু ছেলের মা এই সম্পর্ক মেনে নিতে চাননি। ছেলের জেদের মুখে শেষ পর্যন্ত রাজি হলেও মনের রাগ চেপে রাখতে পারেননি তিনি।
বিয়ের আগের দিন শাশুড়িকে কাঁদতে দেখেন অনেকে। তার বক্তব্য ছিল, ছেলে এখন আর মায়ের কথা শুনছে না বরং ‘অন্য একজনকে’ বেশি গুরুত্ব দিচ্ছে। তবে মূল চমক আসে পরদিন, বিয়ের দিন।
নববধূ জানান, তিনি যখন সাদা গাউন পরে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন, তখন দেখেন তার হবু শাশুড়ির পরনেও একই রঙের, একই ধরনের সাদা গাউন। এমনকি সাজসজ্জাও ছিল কনের মতোই। বিষয়টি দেখে অনেকেই হতবাক হলেও কেউ কিছু বলেননি।
নবদম্পতি পুরো অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করলেও, কনের দাবি—এরপর থেকেই শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক আর স্বাভাবিক হয়নি। তিনি জানান, ‘বিয়ের দিন থেকেই আমি বুঝে গেছি, উনি আমাকে পুরোপুরি গ্রহণ করতে পারেননি।’
নববধূ আরও বলেন, বিয়ের দিন শাশুড়ি ছেলের পাশ থেকে এক মুহূর্তের জন্যও সরে থাকেননি। এতে তিনি নিজেকে উপেক্ষিত মনে করেন।
ঘটনাটি সামনে আসার পর রেডিটে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই শাশুড়ির আচরণকে জেদপ্রসূত ও বেয়াদবি হিসেবে মন্তব্য করেছেন।
সূত্র: আনন্দবাজার
Leave a Reply