বাংলাদেশ সরকার দরিদ্র গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে মাসিক ৮০০ টাকা হারে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত ‘মাতৃত্বকালীন ভাতা’ প্রদান করে, যা প্রথম বা দ্বিতীয় গর্ভধারণের ক্ষেত্রে প্রযোজ্য; এ সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স অন্তত ২০ বছর হতে হবে, পরিবারে কৃষি জমি বা মাছ চাষের পুকুর থাকা যাবে না, মাসিক আয় সীমিত হতে হবে এবং আবেদনকালে গর্ভবতী থাকতে হবে; ইউনিয়ন পরিষদ বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে কিংবা অনলাইনে MIS প্ল্যাটফর্মে ছবি, জাতীয় পরিচয়পত্র ও গর্ভপ্রত্যয়নপত্র জমা দিয়ে আবেদন করা যায়, তবে বিশেষজ্ঞরা মনে করেন এই ভাতা পরিমাণ খুবই কম এবং অনেক ক্ষেত্রে বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে।
গর্ভবতী হলেই পাবেন টাকা! গর্ভবতী ভাতা নিতে যা করতে হবে!

Leave a Reply