free tracking

রাউটার চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন!

আজকাল ঘরে ইন্টারনেট সংযোগ থাকলে ওয়াই-ফাই রাউটার থাকাটা একেবারে সাধারণ বিষয়। স্মার্টফোন, ল্যাপটপ, টিভি—সবকিছুর জন্যই দরকার এই রাউটার। অনেকেই রাউটার সারাদিন চালিয়ে রাখেন; কিন্তু মনে প্রশ্ন আসে—এতে বিদ্যুৎ বিল কত বাড়ে?

চলুন সহজভাবে হিসাব করি, মাসে রাউটার চালিয়ে আসলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়।

বাড়িতে ব্যবহৃত সাধারণ রাউটারগুলো সাধারণত ৯ থেকে ১২ ভোল্টে চলে এবং ০.৬০ থেকে ১ অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে।

ধরা যাক, আপনার রাউটার ৯ ভোল্ট ও ০.৬০ অ্যাম্পিয়ার।

তাহলে এর বিদ্যুৎ খরচ হয়: ৯ × ০.৬০ = ৫.৪ ওয়াট।

এটাকে কিলোওয়াট–ঘণ্টায় রূপান্তর করলে হয় ০.০০৫৪ কিলোওয়াট ঘণ্টা (KWh)। মানে এক ঘণ্টায় রাউটার খরচ করে মাত্র ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ।

বিদ্যুতের ইউনিট অনুযায়ী খরচ কত?

বাংলাদেশে বিদ্যুতের দাম ইউনিট অনুযায়ী ধাপে ধাপে নির্ধারিত। যদি আমরা ধরেও নিই আপনি প্রতি ইউনিট বিদ্যুতে ৬.৬৩ টাকা দিচ্ছেন, তাহলে-

এক ঘণ্টায় খরচ: ৬.৬৩ × ০.০০৫৪ = প্রায় ৪ পয়সা

অর্থাৎ,২৪ ঘণ্টায় খরচ: প্রায় ৮৪ পয়সা। তাহলে, পুরো মাসে (৩০ দিন) খরচ হয় ২৫ টাকার একটু বেশি।

তাহলে মাসে কতটুকু বিল বাড়ে?

রাউটার যদি মাসজুড়ে ২৪ ঘণ্টা অন রাখা হয়, তাহলেও বিদ্যুৎ বিল বাড়ে মোটামুটি ২৫ টাকার মতো। মানে, রাউটার চালিয়ে ইন্টারনেট ব্যবহারের খরচ খুবই কম—বিলের দিক থেকে চিন্তার কিছু নেই! থাকুন নিশ্চিন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *