“এই দেশ সবার। এখানে কোনো ভেদাভেদ থাকবে না”— এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার (১৬ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন,“সবার সমান অধিকার থাকবে। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন এবং ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে পালন করবেন।”
তিনি আরও জানান,“এখানে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানও উপস্থিত আছেন। সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। আমরা সবাই মিলে আপনাদের পাশে আছি এবং থাকবো।”
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন,“শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের সাহস দেয় অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ন্যায়ের পথে চলতে।”
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন,“পারস্পরিক সহনশীলতার মাধ্যমে আমরা দেশকে আরও শক্তিশালী করতে পারি। শ্রীকৃষ্ণ যেন সমাজে ন্যায় ও সত্যের আলো ছড়িয়ে দেন।”
সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ তিন প্রধানের এমন বার্তা ধর্মীয় সহাবস্থান ও সামাজিক সম্প্রীতির প্রতি রাষ্ট্রের অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরে।
Leave a Reply