free tracking

অ্যাপেন্ডিসাইটিস কাদের বেশি হয়? জেনে নিন প্রাথমিক লক্ষণ!

পেটের ব্যথা খুবই সাধারণ একটি সমস্যা। বদহজম, খাওয়াদাওয়ার অনিয়ম বা গ্যাসের জন্যও পেটে ব্যথা হতে পারে। কিন্তু সব সময়ই ব্যথা নিরীহ নয়। কখনো কখনো এটা বড় কোনো শারীরিক সমস্যার ইঙ্গিতও হতে পারে।

যেমন—অ্যাপেন্ডিসাইটিস।
চিকিৎসকদের মতে, অ্যাপেন্ডিসাইটিস হলে পেট ব্যথাই হয় প্রথম লক্ষণ। অনেক সময় কোনো খাবারের টুকরো গিয়ে বৃহদন্ত্রের পাশে থাকা অ্যাপেনডিক্স (একটি ছোট থলির মতো অঙ্গ)-এর মুখ আটকে দেয়। এতে সংক্রমণ হয়, ফুলে যায় এবং তীব্র ব্যথা শুরু হয়।

এই অবস্থাকে বলে অ্যাপেন্ডিসাইটিস।

কাদের হয় বেশি?
সাধারণত ১০ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যেই অ্যাপেন্ডিসাইটিস বেশি দেখা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাপেনডিক্স শুকিয়ে যায়, তাই ঝুঁকিও কমে।

কী কী উপসর্গে বুঝবেন, এটা অ্যাপেন্ডিসাইটিস?
চিকিৎসকদের মতে, এই সমস্যায় শুধু ব্যথাই নয়, আরো কিছু লক্ষণ দেখা যায়।

যেমন—১। ব্যথা প্রথমে নাভির আশপাশে শুরু হয়, পরে ডান দিকের তলপেটে ছড়ায়

২। তলপেট ফুলে ওঠে এবং ব্যথা ধীরে ধীরে বাড়ে

৩। বমি বা বমি ভাব থাকে

৪। মুখে রুচি থাকে না, কিছু খেতে ইচ্ছা করে না

৫। ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে

এই উপসর্গগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ অ্যাপেন্ডিসাইটিস হলে দ্রুত চিকিৎসা না করলে সমস্যা আরো জটিল হয়ে উঠতে পারে।

সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *