free tracking

আবারও বিয়ে করতে চান মালাইকা, বললেন- আমি একজন ভীষণ রোমান্টিক মানুষ!

বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী মালাইকা অরোরা । ১৯৯৮ সালে বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ২০০২ সালে জন্ম হয় তাদের ছেলে আরহান খানের। তবে ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের।

অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকার পরেও তাদের প্রেমের ইতি ঘটে। বয়সের পার্থক্য নাকি অন্য কোনো কারণে— সে বিষয়ে সরাসরি কিছু বলেননি কেউই। তবে বিচ্ছেদের পরও এই জুটিকে নিয়ে বলিপাড়ায় আলোচনার শেষ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয়— যদি তরুণ বয়সে ফিরে যাওয়া যেত, তবে নিজেকে কী পরামর্শ দিতেন? উত্তরে তিনি বলেন, “আমি বলতাম, বিয়ের জন্য সময় নাও। এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই। আগে কাজ করো, জীবনের পথচলা বোঝো, তারপর এমন সিদ্ধান্ত নাও। আমি খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম।”

আবার বিয়ে করার পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নে মালাইকা বলেন, “নেভার সে নেভার (অর্থাৎ কখনও না বলো না)। আমি একজন ভীষণ রোমান্টিক মানুষ। আমি এখনও প্রেমে বিশ্বাস করি। ভালোবাসা সম্পর্কিত সব কিছুতে আমার আস্থা আছে। তাই কখনও না বলার কিছু নেই।”

অন্যদিকে, বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিয়ে করেছেন আরবাজ খান। বর্তমানে স্ত্রী সুরা খানের সঙ্গে সংসার করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *