free tracking

একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ, যেভাবে দেখবেন!

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

যেভাবে ফল দেখবেন

শিক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি আবেদন ফরমে দেওয়া মোবাইল নম্বরেও ফলাফল এসএমএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

নিশ্চায়ন ফি পরিশোধ

যেসব শিক্ষার্থী কলেজে নির্বাচিত হয়েছেন, তাদের অবশ্যই ৩৩৫ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদ-এর মাধ্যমে। ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেয়া আছে।

আবেদন সংক্রান্ত তথ্য

চলতি শিক্ষাবর্ষে ভর্তির প্রথম ধাপে ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এ সময়ে মোট ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ফল প্রকাশ

গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাস করেন। পরে ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পাস করেন। সবমিলিয়ে পাস করা পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *