দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এই সময়ের মধ্যে অভিনয়গুণে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। একইসঙ্গে প্রশংসিত হয়েছেন দর্শকমহলে। অভিনেত্রী শোবিজে আলোড়ন সৃষ্টি করলেও ব্যক্তিজীবনে হোঁচট খেয়েছেন তিনি। ফলে বিভিন্ন সময় সমালোচনার মুখেও পড়েছেন। প্রায় সময়ই তার কোনো মতামত বা মন্তব্য নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে কখনো তাকে নিয়ে কোনো গুঞ্জন, সমালোচনা বা কিছু রটলে তার প্রতিবাদ করতে দেখা যায় না। এবার একটি ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ার করলেন এ অভিনেত্রী।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ থেকে এক ভিডিওতে অভিনেত্রী প্রভা অভিযোগ করেন, একটি প্রতিষ্ঠান কোনো অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে। এসব ছবি প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপন প্রচারের কাজে লাগাচ্ছে বলে দাবি করেন তিনি।
প্রভা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানটি থেকে কোনো সার্ভিস নেইনি আমি। তাদের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্কও নেই। ঘুরতে গেলে আমি নিজের টাকাতেই যাই। এরপরও আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ডিং করছে। এটি একদমই অনৈতিক।
এ সময় প্রতিষ্ঠানটিকে সতর্ক করে তিনি বলেন, আমার অনুমতি ছাড়া আপনারা কেন আমার ছবি ও ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি দেইনি আমি। এটা ঠিক না। এছাড়া আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ার করে প্রতিষ্ঠানটিকে সাবধান হওয়ার কথা জানান তিনি।
প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ডেবিউ করেন প্রভা। তারপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন। বর্তমানে দেশে কাজের পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন সময় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।
Leave a Reply