free tracking

বঙ্গবন্ধু পোস্ট বিতর্কে সরাসরি যে বার্তা দিলেন শাকিব খান!

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ঈদুল আজহার পর তার সিনেমা ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ দেশ-বিদেশে আলোচনায় আসার পরই তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই হোয়াটসঅ্যাপে একান্ত আলাপচারিতায় পরিবার, সাম্প্রতিক কাজ ও রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

শাকিব জানান, ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। বলেন, “দু’বছর আগে আব্রামকে নিয়ে ঘুরে সুন্দর স্মৃতি দিয়েছিলাম, এবার শেহজাদের পালা। ও ছোট, সময়টা খুব এনজয় করছে।”

নতুন সিনেমা আসছে

‘ধুমধাড়াক্কা’ ঘরানার বাইরে এসে এবার গল্পনির্ভর সিনেমায় মনোযোগ দিচ্ছেন এই নায়ক।

ডিসেম্বরে মুক্তি পাবে: ‘সোলজার’ (পরিচালনা: সাকিব ফাহাদ)

আগামী ঈদুল ফিতরে আসবে: ‘প্রিন্স’ (পরিচালনা: আবু হায়াত মাহমুদ)

এছাড়া আরও কয়েকটি ভিন্নধর্মী সিনেমার কাজ চলছে বলেও ইঙ্গিত দেন তিনি।

পাইরেসি নিয়ে ক্ষোভ

সম্প্রতি তার সিনেমাগুলো পাইরেসির শিকার হওয়া নিয়ে শাকিব বলেন, “এটা নিঃসন্দেহে পরিকল্পিত। সরকারের দায়িত্বশীল মহলের উচিত, কঠোর পদক্ষেপ নেওয়া। এটি শুধু আমার নয়, পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি করছে।”

তিনি আরও জানান, ঈদের বাইরেও সিঙ্গেল স্ক্রিন সচল রাখতে তিনি বছরে তিনটি ভালো সিনেমা করার পরিকল্পনা নিয়েছেন। তার মতে, “ভালো কনটেন্ট দিতে পারলে দর্শক নিজেরাই উৎসবমুখর পরিবেশ তৈরি করে।”

বঙ্গবন্ধু পোস্ট বিতর্কে অবস্থান

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া তার একটি পোস্ট ঘিরে সমালোচনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে শাকিব খান স্পষ্ট করে বলেন, “আমি কখনো কোনো রাজনৈতিক দলে ছিলাম না, পদও নেই। বিভিন্ন সময়ে অফার পেলেও সিনেমার প্রতি দায়বদ্ধতা থেকেই রাজনীতি থেকে দূরে থেকেছি।”

তিনি যোগ করেন, “জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানো কোনো রাজনৈতিক দলের সীমার মধ্যে থাকা উচিত নয়। তাদের প্রতি শ্রদ্ধা আমাদের সবার নৈতিক দায়িত্ব। দুঃখজনকভাবে, মাঝে মাঝে এদের নাম রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়—যা হওয়া উচিত নয়।”

তার দাবি, বঙ্গবন্ধুকে নিয়ে তার পোস্ট কারো প্রতি বিদ্বেষ বা উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। “আমি শুধু আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানিয়েছি। কেউ এটাকে অন্যভাবে ব্যাখ্যা করলে তা অনাকাঙ্ক্ষিত।”

দেশে ফেরার পরিকল্পনা

শাকিব খান জানিয়েছেন, কিছু ব্যক্তিগত কাজ শেষে তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *