free tracking

আকাশে দেখা মিলল চাঁদের মতো উজ্জ্বল বস্তু! (ভিডিও)

পূর্ব এশিয়ার দেশ জাপানের পশ্চিমাঞ্চলের আকাশে বিশাল এক অগ্নিগোলক দেখা মিলেছে। গত মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় সময় দিবাগত রাত প্রায় ১১টার দিকে বিরল এ দৃশ্য চোখে পড়ে।

হঠাৎ করেই উজ্জ্বল আলোয় চারপাশ দিনের মতো পরিষ্কার হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সময়ের অসংখ্য ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

মিয়াজাকি প্রিফেকচারে গাড়ি চালাচ্ছিলেন ইয়োশিহিকো হামাহাতা। তিনি বলেন, উপরে থেকে হঠাৎ এক অচেনা সাদা আলো নেমে এলো। এত উজ্জ্বল হয়ে গেল যে, আশেপাশের বাড়িঘরের আকার স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল দিনের আলো।

বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো ভিনগ্রহের আক্রমণ নয়, বরং অস্বাভাবিক উজ্জ্বল একটি উল্কাপিণ্ড। কাগোশিমার সান্দাই মহাকাশ জাদুঘরের প্রধান তোশিহিসা মায়েদা বলেন, উল্কাটি সম্ভবত প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। অনেকেই জানিয়েছেন, আলো দেখা দেওয়ার সময় বাতাসে কম্পনও অনুভূত হয়েছে। এর উজ্জ্বলতা ছিল প্রায় চাঁদের সমান।

নাসার তথ্য অনুযায়ী, এ ধরনের অগ্নিগোলক সৃষ্টিকারী বস্তু সাধারণত এক মিটার বা তারও বেশি আকারের হয়। যদি এসব বস্তু বায়ুমণ্ডলে বিস্ফোরিত হয়, তখন সেগুলোকে বৈজ্ঞানিক ভাষায় ‘বোলাইড’ (বায়ুমণ্ডলে বিস্ফোরিত অগ্নিগোলক) বলা হয়। তবে সাধারণভাবে এগুলোকে ‘অগ্নিগোলক’ নামেই পরিচিত।

উল্লেখ্য, আকাশে দেখতে পাওয়া সেই উজ্জ্বল উল্কাপিণ্ডের ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

সূত্র: গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *