free tracking

পর্যটকদের সুখবর দিলেন মোদি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতা সফরে গিয়ে পর্যটকদের জন্য দিলেন সুখবর। কলকাতা বিমানবন্দরে নেমে পর্যটকদের এখন থেকে আর ট্যাক্সি চালকদের হয়রানির শিকার হতে হবে না বলে জানান তিনি।

কলকাতা সফরে গিয়ে শুক্রবার (২২ আগস্ট) বিমানবন্দর থেকে মেট্রো রুট উদ্বোধনের পর এ কথা বলেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, এখন থেকে মাত্র ৪০ টাকা খরচ করে মেট্রোরেলে পর্যটকেরা পৌঁছে যেতে পারবেন পছন্দের গন্তব্য নিউমার্কেট, স্প্ল্যানেড কিংবা হাওড়া বা শিয়ালদহ স্টেশন।

ভাড়ার তালিকাও ঘোষণা করা হয়েছে। ন্যূনতম ভাড়া ৫ টাকা, সর্বোচ্চ ৭০ টাকা। বিমানবন্দর থেকে যশোর রোড যেতে খরচ হবে মাত্র ৫ টাকা। এসপ্ল্যানেড যেতে ৪০ টাকা, হাওড়া ৫০ টাকা, আর সেক্টর ফাইভের জন্য গুনতে হবে ৭০ টাকা।

এই সফরে মোদি অনুপ্রবেশকারীদের নিয়েও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা আমাদের যুবাদের চাকরি ছিনিয়ে নিচ্ছে। পরিকাঠামো উন্নয়নে বাধা দিচ্ছে, নারী নির্যাতন করছে, তাদের আমরা দেশে থাকতে দেব না।

তিনি বলেন, ‘অনুপ্রবেশকারী দেশের সবচেয়ে বড় সমস্যা। বিজেপিকে ভোট দিলে অনুপ্রবেশকারী পালাবে। ভারত সরকার এজন্য এত বড় অভিযান শুরু করেছে। কিন্তু ইন্ডি জোট তুষ্টিকরণের রাজনীতি করছে। অনুপ্রবেশকে সমর্থন করছে। বাংলায় অনুপ্রবেশ সামাজিক সংকট তৈরি করছে, এটা থামাতেই হবে। এজন্য আমি লালকেল্লা থেকে ডেমোগ্রাফিক মিশনের ঘোষণা করেছি।’

প্রসঙ্গত, বাংলাদেশি পর্যটকরা সাধারণত কলকাতায় বিভিন্ন কাজে বা ভ্রমণে গিয়ে সেখানকার নিউমার্কেট থেকে কেনাকাটা করে দেশে ফেরেন। যেসব পর্যটক কলকাতা বিমানবন্দর বা ওই এলাকা থেকে নিউজ মার্কেট যাতায়াত করেন; তাদের বড় একটা অংশ ট্যাক্সি করে আসা যাওয়া করেন। অনেক সময় ট্যাক্সি চালকদের হয়রানির স্বীকারও হতে হয় বাংলাদেশিদের। পাশাপাশি বেশি ভাড়াও গুনতে হয়। এখন থেকে এই পথে যাতায়াতকারীরা মেট্রোরেলে যাতায়াতের মাধ্যমে হয়রানি এড়িয়ে চলতে পারবেন। পাশাপাশি অতিরিক্ত ভাড়া থেকেও পরিত্রাণ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *