রেসলিং রিংয়ের ভয়ঙ্কর মুখোশধারী সেই কিংবদন্তি এবার টিভি পর্দায়! জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এ সালমান খানের মুখোমুখি হতে পারেন ডব্লিউডব্লিউই কিংবদন্তি দ্য আন্ডারটেকার—এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম মিড-ডে।
প্রতিবেদনে বলা হয়, শো’টিতে ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট হিসেবে আন্ডারটেকারকে আনার পরিকল্পনা করছে নির্মাতারা। সূত্র বলছে, সব ঠিক থাকলে তিনি নভেম্বর মাসে ঘরে প্রবেশ করতে পারেন।
প্রতি বছরই নানা চমক ও বিতর্কে ভরা থাকে ‘বিগ বস’। কিন্তু এবার আন্ডারটেকারের অংশগ্রহণের খবরে দর্শকমহলে সৃষ্টি হয়েছে ভিন্নধর্মী উন্মাদনা। রেসলিং ভক্ত থেকে শুরু করে সাধারণ দর্শক—সবাই তাকিয়ে আছেন নতুন কিছুর আশায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এটি সত্যি হয়, তবে ‘বিগ বস’-এর ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক কোলাবরেশন হতে যাচ্ছে এটি। এমন এক চরিত্র যিনি বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তার উপস্থিতি ভারতীয় রিয়েলিটি শোর দর্শনেও আনবে নতুন মাত্রা।
যদিও এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে গুঞ্জন এবং সামাজিক মাধ্যমে আলোচনার সূত্র ধরে অনুমান করা যাচ্ছে—এবারের ‘বিগ বস’ মৌসুমে দর্শকদের জন্য অপেক্ষা করছে চমকপ্রদ কিছু!
সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট
Leave a Reply