২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ধাপে আবেদন করা যাবে সোমবার (২৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হবে অনলাইনে: xiclassadmission.gov.bd
আবেদন ফি: ২২০ টাকা
সময়সীমা: ২৩ আগস্ট সকাল ৯টা – ২৫ আগস্ট রাত ৮টা
গত ২০ আগস্ট প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে মোট ১০ লাখ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তবে, প্রায় ২৮ হাজার শিক্ষার্থী কোনো কলেজে নির্বাচিত হননি। এদের মধ্যে ৫ হাজার ৭০০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েও মনোনয়ন পাননি। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির নিশ্চয়তা দেওয়ার শেষ সময় ছিল শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টা।
তারিখ | কার্যক্রম |
---|---|
২৫ আগস্ট | দ্বিতীয় ধাপের আবেদন শেষ |
২৮ আগস্ট | দ্বিতীয় ধাপ ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ |
২৯–৩০ আগস্ট | দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চয়তা প্রদান |
৩১ আগস্ট – ১ সেপ্টেম্বর | তৃতীয় ধাপের আবেদন |
৩ সেপ্টেম্বর | তৃতীয় ধাপ ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল |
৪ সেপ্টেম্বর | নির্বাচনের নিশ্চয়তা শেষ |
৫ সেপ্টেম্বর | চূড়ান্ত (সর্বশেষ) মাইগ্রেশনের ফলাফল প্রকাশ |
৭–১৪ সেপ্টেম্বর | একাদশ শ্রেণিতে ভর্তির সময় |
১৫ সেপ্টেম্বর | ক্লাস শুরু |
Leave a Reply