প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দাবি করেছেন, ইউটিউব-ফেসবুকে সাংবাদিক পরিচয় দিয়ে কিছু ব্যক্তি বিভিন্ন ব্যবসায়ী ও রাজনীতিবিদকে ব্ল্যাকমেইল করে লাখ লাখ ডলারের মালিক হয়েছেন। এদের কেউ কেউ যুক্তরাষ্ট্রে একাধিক বাড়ি কিনেছেন এবং নিয়মিত বিদেশ ভ্রমণও করছেন।
রোববার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।
ইলিয়াস হোসাইন লেখেন,”আমি সারাদিনে একবারও বলি না আমি সাংবাদিক। বললেও মানুষ জানে, না বললেও জানে। আল্লাহর রহমতে ২০১২ সালে আমি দেশসেরা অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার পেয়েছি। কিন্তু কিছু লোক ইউটিউব-ফেসবুকে ‘হেড অব নিউজ’ সেজে নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছে—যদিও কেউ তাদের সাংবাদিক বলে না।”
তিনি আরও লেখেন,”পাঁচ বছর আগে দুইজন চাঁদাবাজ আমার কাছে ধরা পড়ে ক্ষমা চেয়েছিল। এরপর আবার শুরু করেছে চাঁদাবাজি। এখনো প্রতিনিয়ত তা চালিয়ে যাচ্ছে।”
ইলিয়াস হোসাইন বলেন,”এরা বিভিন্ন ব্যবসায়ী-রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করে কোটিপতি হয়ে গেছে। আমেরিকায় দুই-তিনটি বাড়ি কিনেছে। অথচ তারাই এখন নীতির কথা বলে।”
পোস্টের একপর্যায়ে তিনি জানান, এসব ব্যক্তিদের নিয়ে প্রকাশিত পুরনো একটি ভিডিও লিংক আবার শেয়ার করেছেন, যাতে এই ‘চাঁদাবাজদের’ কার্যক্রম সম্পর্কে মানুষ জানতে পারে।Investment consulting
শেষে তিনি বলেন,”আমি এদের নিয়ে কিছু না বললেও, তারা প্রতিদিন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
Leave a Reply