free tracking

জামায়াতের পক্ষ নিয়ে সেনাপ্রধানের বক্তব্যের বিষয়টি নিয়ে যা জানা গেলো!

সম্প্রতি “একজন মানুষের পক্ষে জামায়াতের জন্য যতটুকু উপকার করা সম্ভব তার সবটুকুই করেছি” শিরোনামে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্য দাবিতে জাতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘একজন মানুষের পক্ষে জামায়াতের জন্য যতটুকু উপকার করা সম্ভব তার সবটুকুই করেছি’ বলে কোনো মন্তব্য করেননি এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, এতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের লোগো রয়েছে এবং আলোচিত ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৯ আগস্ট, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবিসম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ১৯ আগস্টে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে “এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম। তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। তখন নিজেরাই লজ্জিত হবে” শীর্ষক শিরোনামে সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মূল ফটোকার্ডটিতে ‘এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম…’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘একজন মানুষের পক্ষে জামায়াতের জন্য যতটুকু উপকার করা সম্ভব তার সবটুকুই করেছি…’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

Photocard Comparison By Rumor Scanner 

অর্থাৎ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, “বিভিন্ন মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, ‘এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম। তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। তখন নিজেরাই লজ্জিত হবে।” এছাড়া, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতার জন্য সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে উদ্ধৃত করে  ‘একজন মানুষের পক্ষে জামায়াতের জন্য যতটুকু উপকার করা সম্ভব তার সবটুকুই করেছি’ শিরোনামে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *