কর্মব্যস্ত জীবনের ভিড়ে ছুটি যেন এক টুকরো প্রাণের অবকাশ। অফিসের ফাইল আর মিটিংয়ের চাপ পেরিয়ে তাই সরকারি চাকুরিজীবীরা সারা বছর অপেক্ষা করে থাকেন লম্বা ছুটির ডাকের জন্য। ইতিমধ্যেই চলতি বছর ঈদুল ফিতরে টানা নয় দিন এবং ঈদুল আযহায় টানা ১০ দিনের বিরল ছুটি কাটিয়ে আনন্দে ভরপুর ছিলেন তারা। তবে এখানেই শেষ নয় বছরের শেষভাগে আরও দুটি দীর্ঘ ছুটি অপেক্ষা করছে চাকুরিজীবীদের জন্য।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী অক্টোবর মাসে দুর্গাপূজা ঘিরে পাওয়া যাবে টানা চার দিনের ছুটি। ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর সরকারি ছুটি, আর সঙ্গে ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে তৈরি হবে দীর্ঘ অবকাশ।
এছাড়া বছরের শেষ দিকে বড়দিনকে ঘিরে আসছে আরও এক টানা ছুটি। ২৫ ডিসেম্বর বড়দিনের সরকারি ছুটির পর ২৬ ও ২৭ ডিসেম্বর পড়ছে সাপ্তাহিক ছুটি। ফলে চাকুরিজীবীরা টানা তিন দিনের অবকাশ কাটাতে পারবেন পরিবার ও প্রিয়জনের সঙ্গে।
চাকুরিজীবীরা বলছেন, বছরের শেষভাগের এই লম্বা ছুটিগুলো হবে বাড়তি পাওনা। ভ্রমণপিয়াসী মানুষদের জন্যও সময়গুলো রূপ নেবে আনন্দ উৎসবে। সারাবছরের কর্মব্যস্ততার পর এই বিরতি এনে দেবে নতুন উদ্যম ও প্রাণের উচ্ছ্বাস।
Leave a Reply