free tracking

বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সারজিসের শ্বশুর!

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সারজিস আলমের শ্বশুর মো. লুৎফর রহমানকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে নিয়োগ পাওয়ার আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে, একই দিনে আদালত কাঠামোয় বড় ধরনের রদবদল আনা হয়েছে। ঢাকাসহ দেশের ১৯ জেলায় একযোগে ২৩০ জন বিচারককে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৪১ জন জেলা ও দায়রা জজ, ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী ও সহকারী জজ।

বিচারকদের বদলির আদেশ চারটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করেছে আইন ও বিচার বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *