free tracking

গুগল ম্যাপস টিমকে ডাকাত ভেবে গণপিটুনি দিলো গ্রামবাসী!

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে গুগল ম্যাপসের জরিপ টিমের ওপর ডাকাত সন্দেহে হামলা চালিয়েছে স্থানীয় গ্রামবাসী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, কানপুরের বিরহার গ্রামে রাস্তার ছবি ও মানচিত্র হালনাগাদ করার জন্য ক্যামেরা ও যন্ত্রপাতি-সংবলিত একটি গাড়ি নিয়ে জরিপ করতে গিয়েছিল গুগল ম্যাপস টিম। টেক মাহিন্দ্রা থেকে আউটসোর্স করা এ দলটি সড়কের ছবি সংগ্রহ করছিল। এসময় গ্রামবাসীর সন্দেহ হয় যে গাড়িতে লাগানো ক্যামেরা চুরি বা ডাকাতির প্রস্তুতির জন্য তথ্য সংগ্রহ করছে।

অল্প সময়ের মধ্যেই কয়েকজন গ্রামবাসী গাড়িটি ঘিরে ধরে, টিমের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে গ্রামবাসী গুগল টিমকে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দলটির সদস্যদের উদ্ধার করে।

পরে উভয় পক্ষকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গুগল ম্যাপস টিম গ্রামবাসীদের জানায় যে তারা কোনো অপরাধী নয়, বরং গ্রামটির সঠিক মানচিত্র তৈরি করার কাজ করছিল। এরপর গ্রামবাসীরা শান্ত হয়।

গুগল টিমের এক সদস্য বলেন, ‘আমরা পুলিশের মহাপরিচালকের অনুমতি নিয়ে গ্রামে জরিপ করতে গিয়েছিলাম। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে স্থানীয়রা আমাদের মারধর করে।’

গ্রামবাসীর দাবি, এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক চুরির ঘটনা ঘটায় তারা সতর্ক অবস্থায় ছিলেন।

তবে গুগল টিমের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

কানপুর পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।’

সূত্র: এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *