free tracking

সুস্মিতা সেনঃ আমার চাহিদা অনেক বেশি, যিনি তা মেটাতে পারবেন তাকেই বিয়ে করবো!

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বয়সের হিসাবে ৪৯-এ পা দিলেও গ্ল্যামার ও আত্মবিশ্বাসে আজও অনন্য। রূপ-লাবণ্য আর ব্যক্তিত্বে আজও মুগ্ধ করেন অনুরাগীদের। তবে এত সৌন্দর্যের অধিকারী হয়েও কেন এখনো একাকী তিনি—সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে ভক্তদের মনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন জানালেন, বিয়ে করতে তিনি রাজি, তবে তাতে রয়েছে কিছু শর্ত। তিনি বলেন,

“আমি বিয়েতে আগ্রহী, কিন্তু এমন একজন মানুষ চাই, যার সঙ্গে আমার মানসিক মিল থাকবে। যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, সবসময় আমাকে বুঝবে। তবে এমন মানুষ পাওয়া সত্যিই কঠিন।”

তিনি আরও বলেন,

“হ্যাঁ, শুনতে আজব লাগলেও আমার চাহিদা একটু বেশি। যিনি তা মেটাতে পারবেন, তাকেই বিয়ে করব। না হলে একাই ভালো আছি।”

সুস্মিতা সবসময়ই সম্পর্কের ক্ষেত্রে স্বাধীন মনোভাবের পরিচয় দিয়েছেন। অভিনেতা রণদীপ হুদা, ব্যবসায়ী হৃতিক ভাসিন, পরিচালক বিক্রম ভাট থেকে শুরু করে ললিত মোদি পর্যন্ত—বিভিন্ন সময়ে বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছে তার। তবে দীর্ঘস্থায়ী হয়নি কোনওটিই।

বর্তমানে আবারও গুঞ্জন—সুস্মিতা তার পুরোনো প্রেমিক রহমান শলের সঙ্গেই লিভ-ইন সম্পর্কে রয়েছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রী প্রকাশ্যে কিছু বলেননি।

অন্যদিকে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে, বরাবরের মতোই বিষয়টি এড়িয়ে গেছেন তিনি। তবে এবার নিজের শর্তগুলো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ভক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *