একটি ভাইরাল Reddit ছবিতে এমনভাবে লুকিয়ে আছে একটি কাঠবিড়ালি, যা প্রথম দেখায় খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। ছবিটি নিয়ে রীতিমতো চোখের ধাঁধাঁ তৈরি হয়েছে ইন্টারনেটে।
ইদানীং অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম ছবি ইন্টারনেটে বেশ জনপ্রিয়। Reddit-এ ‘FindTheSniper’ নামক সাবরেডিটে এমন অসংখ্য ছবি শেয়ার করেন ব্যবহারকারীরা, যেখানে লুকিয়ে থাকা প্রাণী বা বস্তু খুঁজে বের করাই চ্যালেঞ্জ। সম্প্রতি rastroboy নামের এক ব্যবহারকারী এমনই একটি ছবি শেয়ার করেছেন, যেখানে একটি কাঠবিড়ালি এতটাই নিখুঁতভাবে গাছের সাথে মিশে আছে যে হাজারো Reddit ব্যবহারকারী চোখ কুঁচকে তাকিয়ে থাকলেও সহজে খুঁজে পাচ্ছেন না।
ছবিটি দেখতে সাদামাটা—একটি বড় গাছের গুঁড়ি, একটি ঝুলন্ত বার্ড ফিডার, আর পেছনে সবুজ পাতার ছায়া। কিন্তু কোথাও একটি কাঠবিড়ালি এমনভাবে লুকিয়ে আছে যে, প্রথম নজরে তা একেবারেই চোখে পড়ে না।
অনেকেই ভাবছেন কাঠবিড়ালিটি হয়তো ফিডারের পাশে বা মাটিতে বসে আছে। কিন্তু না! এটি গাছের গায়ে এমনভাবে চেপে ধরে আছে, যেন সেটিই গাছের একটি অংশ। একজন মন্তব্য করেছেন, “অসাধারণ ক্যামোফ্লাজ!” আরেকজন লিখেছেন, “গাছের এতটা জায়গা দখল করে থেকেও কীভাবে চোখে পড়ে না—ভেবেই অবাক লাগছে!”
কাঠবিড়ালিটি কোথায় লুকিয়ে আছে?
খুব ভালো করে তাকালে দেখা যাবে—বার্ড ফিডারের ঠিক ওপরের দিকে, গাছের গায়ে লেপ্টে আছে কাঠবিড়ালিটি। তার পশমের রং গাছের বাকলের সঙ্গে এতটাই মিশে গেছে যে আলাদা করে বোঝা কঠিন। শুধু তার পিঠের হালকা রেখা ও কিছু সাদা ফোঁটা দেখে চেনা যায়। একবার চোখে পড়লে অবাক না হয়ে পারা যায় না!
এমন ছবি শুধু দৃষ্টি নয়, মনোযোগেরও পরীক্ষা নেয়। আমাদের মস্তিষ্ক যখন বড় ছবির দিকে বেশি মনোযোগ দেয়, তখন ছোট অথচ গুরুত্বপূর্ণ কিছু জিনিস সহজেই বাদ পড়ে যায়। এই ইলিউশনগুলো ঠিক সেই ফাঁকটাই ধরিয়ে দেয়।
Leave a Reply