ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা মুনিয়া হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে দিলীপ আগরওয়ালা ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদীকে জিজ্ঞাসাবাদের দাবি জানান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান ইলিয়াস হোসাইন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, মুনিয়া হত্যার মাস্টারমাইন্ড দিলীপ আগরওয়ালা এবং আফ্রিদীকে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে যাবে।
এই দুজনকে মুনিয়া হত্যার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হোক।
ইলিয়াস হোসাইন আরো বলেন, সেই সাথে মুনিয়ার বড় বোনকে সবার আগে গ্রেপ্তার করা প্রয়োজন। যিনি মুনিয়াকে অন্ধকার জগতে ঠেলে দিয়ে টাকার মেশিন হিসেবে ব্যবহার করেছিলেন।
Leave a Reply