free tracking

ডাকসুর প্রচারণা শেষ, ভোট মঙ্গলবার!

ছয় বছরের দীর্ঘ বিরতির পর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এর আগে, গত ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর (রোববার) পর্যন্ত টানা ১৩ দিন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বিভিন্ন হলে ও ক্যাম্পাসজুড়ে ব্যাপক প্রচারণা চালান।

গতকাল রোববার ছিল প্রচারণার শেষ দিন।

গত ১৩ দিনে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। দিনের বেলা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এলাকায়, টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের এলাকা, মল চত্বর, কার্জন হল—এসব এলাকায় প্রচারণা চালিয়েছিলেন প্রার্থীরা। আর রাতের বেলায় প্রার্থীরা চেষ্টা করেছেন প্রতিটি হলে গিয়ে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে, তাঁদের কথা শুনতে ও নিজেদের ইশতেহার জানান দিতে। এ ছাড়া নারী শিক্ষার্থীদের ভোটের জন্য নারীদের নিজেদের ইশতেহার জানান দিতে হলে হলে প্রজেকশন মিটিং করেছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।

ভোট গণনা হবে ওএমআর মেশিনে
এদিকে ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হবে ওএমআর মেশিনে। ভোট গণনার জন্য এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেশিনের ব্যবস্থা গ্রহণ করেছে। ভোট প্রদান শেষ হলে প্রথমে হাতে গুনে ১০টি ব্যালট পেপার পরীক্ষা করা হবে এবং সেই ১০টি পেপার আবার এই ওএমআর মেশিনে দেওয়া হবে। এরপর যদি হাতে গোনা ফলাফল ও ওএমআর মেশিনের ফলাফল এক হয় তাহলে তখন ওএমআর মেশিন ঠিক ফলাফল দিচ্ছে বলে ধরে নিয়ে যতগুলো ভোট কাস্টিং হয়েছে সেগুলোর ব্যালট পেপার ওএমআর মেশিনে দিয়ে ফলাফল বের করা হবে।

গুজবে কান না দিয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান কমিশনের
ডাকসু ও হল সংসদ নির্বাচনে কোনো ধরনের গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। গতকাল বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসারদের কার্যালয়ের সামনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘গুজব একটি সামাজিক ব্যাধি। কোনো ঘটনা ঘটেনি কিন্তু চারদিকে গুজব ছড়িয়ে যাচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে নানা ধরনের গুজব হতে পারে যে অমুক প্রার্থী চলে গেছেন, অমুক প্রার্থী আরেকজনকে সমর্থন করছেন। তাই শিক্ষার্থীদের নির্বাচন ঘিরে কোনো ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো গুজব ছড়ালে সেটিকে গুরুত্ব না দিয়ে রিটার্নিং অফিসারদের কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ করছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইটে খোঁজ রাখবেন। সঠিক তথ্য জানতে চাইলে আমাদের কাছে আসবেন। কোনো গুজবে কান দেবেন না।’

ডাকসু নির্বাচনে অনিয়মের শঙ্কা শিক্ষক নেটওয়ার্কের, সতর্কতামূলক ১০ দাবি
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ নিয়ে ১০ দফা সতর্কতামূলক দাবি জানিয়েছেন সংগঠটির নেতারা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেটওয়ার্কের নেতারা বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে পর্যবেক্ষণে উঠে এসেছিল নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবারের নির্বাচনের আগেই নানা প্রস্তাব ও দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে দু-একটি বাস্তবায়িত হলেও গুরুত্বপূর্ণ একাধিক বিষয় এখনো উপেক্ষিত। সেগুলোর বিষয়েও প্রশাসনকে নজর দেওয়া জরুরি।

ওএমআর মেশিনের স্বচ্ছতা নিশ্চিতকরণসহ ১০ প্রস্তাবনা ইউনিভার্সিটি টিচার্স লিংকের
ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে চিফ রিটার্নিং অফিসার বরাবর ১০টি প্রস্তাবনা দিয়েছে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। গতকাল দুপুরে সিনেট ভবনের নির্বাচন কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রব্বানীর কাছে এই প্রস্তাবগুলো দেওয়া হয়। এসব প্রস্তাবে রয়েছে—ভুয়া ভোটার ও জাল ভোট রোধ, ওএমআর মেশিনের স্বচ্ছতা নিশ্চিতকরণ, কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা, আচরণবিধি কঠোরভাবে অনুসরণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা, প্রযুক্তিনির্ভর নজরদারি, প্রচারণা ও গণ-আস্থা, নির্বাচনকালীন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও সহায়তা কেন্দ্র, ফলাফল প্রকাশ ও পরবর্তী শৃঙ্খলা।

ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে : ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সরাসরি নির্বাচনের কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ডাকসু ও হল সংসদের নির্বাচন কমিশন। গতকাল রাতে প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোটগণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *