free tracking

বাংলাদেশের কাছে ম্যাচ হেরে যা বললেন রশিদ খান!

এশিয়া কাপে বাংলাদেশে বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে মাত্র ৮ রানে হেরেছে আফগানিস্তান। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একসময় জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল দলটি। কিন্তু শেষ মুহূর্তের ব্যর্থতায় জয় হাতছাড়া হয় আফগানদের। ম্যাচ শেষে আফগান অধিনায়ক রশিদ খান জানালেন, সুযোগ থাকার পরও ম্যাচ ফিনিশ করতে না পারায় ভীষণ হতাশ তিনি।

শুরুর ব্যাটাররা ব্যর্থ হলেও আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস ম্যাচে ফিরিয়ে আনে আফগানিস্তানকে। এরপর রশিদ খান নিজেও ১১ বলে ২০ রান করে দলের আশা বাঁচিয়ে রাখেন। তবে মুস্তাফিজুর রহমানের বলে আউট হওয়ার পর ভেঙে পড়ে আফগানদের জয়ের স্বপ্ন। শেষ ওভারে নুর আহমেদ দুই ছক্কা হাঁকালেও প্রয়োজনীয় রান তুলতে পারেননি তারা।

ম্যাচ শেষে রশিদ খান বলেন,

“শেষ পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। আমাদের নাগালেই ছিল লক্ষ্য। কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ করতে পারিনি। শেষ দিকে ১৮ বলে ৩০ (আসলে ৩১) রান, খুবই নেওয়ার মতো ছিল।”বাংলাদেশের পণ্যক্রিকেট পোশাক

রশিদ আরো যোগ করেন,

“আপনি যদি দেখেন, শুরুর দিকে আমরা সেই ধরনের ক্রিকেট খেলিনি, যেটার জন্য আমরা পরিচিত। সেই আগ্রাসী ক্রিকেট খেলতে পারিনি। এটিই আমাদের বিশেষত্ব।”

তিনি মনে করেন, বেশ কিছু মুহূর্তে চাপ নিয়ে ভুল পরিকল্পনা করায় ম্যাচ থেকে পিছিয়ে যায় আফগানিস্তান।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সে ম্যাচে জয় পেলে নেট রান রেটের কারণে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে তাদের। তবে হারলেই বাংলাদেশ লাভবান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *