আগামী ২১ সেপ্টেম্বর (রবিবার) শুভ মহালয়া। এদিন থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় পূজা হিসেবে পরিচিত দুর্গাপূজা। তবে এদিন সরকারি কোনো ছুটি নেই। ২০২৫ সালের ছুটির তালিকায় শুভ মহালয়া উপলক্ষে কোনো ছুটি দেখা যায়নি।
একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের ছুটির তালিকায়ও নেই মহালয়ার ছুটি।
সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বছর সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি।
তালিকায় শুভ মহালয়ার কোনো ছুটি নেই। তবে এদিন সাধারণত অনেক সনাতন ধর্মাবলম্বী ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।
এ বছর শিক্ষা মন্ত্রণালয় কয়েকটি অধিদপ্তরের ছুটির তালিকায় শুভ মহালয়ার কোনো ছুটি দেখা যায়নি। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে শুভ মহালয়ার ছুটি আছে বলে জানা গেছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এদিন ছুটি দেওয়া হয়েছে। আবার কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শুভ মহালয়া ছুটি নেই বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
রাজধানীর একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া নোটিশে বলা হয়েছে, ‘এই শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর বর্ষপঞ্জিতে মহালয়া ছুটি উল্লেখ না থাকায় আগামী ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রবিবার যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে।’
অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আবার ছুটি দেওয়া হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, সকল শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর একাডেমিক সূচি অনুযায়ী ‘মহালয়া’ উপলক্ষে আগামী ২১ সেপ্টেম্বর (রবিবার) প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
Leave a Reply