সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ও কাজের স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য এলো দুঃসংবাদ। বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার মোট ৯টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে আমিরাত সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে।
ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, যেসব দেশ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেগুলো হলো— উগান্ডা, সুদান, সোমালিয়া, ক্যামেরুন, লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন, লেবানন ও বাংলাদেশ।
আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই দেশগুলোর নাগরিকদের পর্যটন বা কর্ম ভিসার আবেদন আপাতত গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না। কবে থেকে আবার আবেদন চালু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে নিষেধাজ্ঞা সাময়িক হলেও সময়সীমা অনিশ্চিত রয়ে গেছে।
কেন এই হঠাৎ সিদ্ধান্ত?
আমিরাত সরকার এ বিষয়ে সরাসরি কোনো কারণ জানায়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, নিরাপত্তা উদ্বেগ, কূটনৈতিক সম্পর্কের জটিলতা এবং জনস্বাস্থ্যের সুরক্ষার মতো বিষয়গুলো এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিষয়টি বড় ধাক্কা, কারণ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শ্রমিক ও পর্যটক আমিরাতে যাচ্ছেন। নতুন বিধিনিষেধ কার্যকর হলে তাদের স্বপ্নপূরণের পথে তৈরি হবে বড় বাধা।
Leave a Reply