দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফখর জামানের আউট।
গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) পাকিস্তানের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ফখরের ব্যাট থেকে বল সোজা যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে।
তবে রিপ্লেতে দেখা যায়, বল মাটিতে লেগেছিল কি-না, তা নিশ্চত নয়। শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে ফখরকে আউট ঘোষণা করেন। সিদ্ধান্তে হতবাক ফখর কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন, পরে ড্রেসিংরুমে ফিরে কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাকে।
ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা বলেন, ‘আমার মনে হয়েছে বলটা সঞ্জুর হাতে পৌঁছানোর আগে মাটিতে লেগেছিল। অবশ্যই আম্পায়ারদের কাজ সিদ্ধান্ত নেওয়া, তবে আমার চোখে এটা বাউন্স করেছে।’
তিনি আরও যোগ করেন, ফখর যদি ইনিংস বড় করতে পারতেন তবে পাকিস্তান অন্তত ১৯০ রান তুলতে পারত।
এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আমির ও ফাওয়াদ আলম আম্পায়ারিংয়ের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে এটিকে ‘অগ্রহণযোগ্য’ মন্তব্য করেন।
তবে ম্যাচের ফলাফলে প্রভাব পড়েনি। পাকিস্তানের করা ১৭১ রানের জবাবে ভারত ১৮.৫ ওভারে সহজ জয় তুলে নেয়। ওপেনার অভিষেক শর্মা ৩৯ বলে ঝড়ো ৭৪ রান করে দলের জয়ের নায়ক।
Leave a Reply