শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ ফুটবল দল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে লাল–সবুজের কিশোররা ২–০ গোলে জয় পেয়ে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের ফাইনালে।
শুরুতেই গোলের ঝড়
ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটেই পাকিস্তানি গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল প্রথম গোল করেন। এক মিনিটের ব্যবধানে চমৎকার শটে ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান। দ্রুত ২–০ তে এগিয়ে গিয়ে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়।
নিয়ন্ত্রিত ফুটবল, নিশ্চিত জয়
বাকি সময় আর কোনো গোল না হলেও গোছানো ও শৃঙ্খলাপূর্ণ ফুটবল খেলে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখেছে তারা।
দুর্দান্ত টুর্নামেন্টে বাংলাদেশ
গ্রুপ পর্ব থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় লাল–সবুজের দল। অন্যদিকে, পাকিস্তান ভারতের কাছে হেরে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছিল।
সামনে ফাইনালের লড়াই
আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত ফাইনাল। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও নেপালের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।
Leave a Reply