free tracking

পাকিস্তান দলে ফিরছেন বাবর আজম!

বোলাররাই এশিয়া কাপের ফাইনালে তুলেছেন পাকিস্তানকে। দলটির ব্যাটিং পারফরম্যান্স ছন্নছাড়া। এই বাংলাদেশের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালেও তো ১৩৫ রান তুলে ইনিংস শেষ করতে হয়েছিল তাদের!

বিষয়টা আগে থেকেই চোখে পেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যে কারণে এশিয়া কাপের মাঝপথে সাবেক অধিনায়ক বাবর আজমকে দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছিল টিম ম্যানেজমেন্ট।

কিন্তু দলে চোট সমস্যা না থাকায় পাকিস্তানের স্কোয়াডে পরিবর্তন আনার আবেদনে সাড়া দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
ফলে এশিয়া কাপে খেলা না হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের সিরিজে টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন বাবর। আগামী মাসে পাকিস্তান সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা।

মন্থর ব্যাটিংয়ের জন্য গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর টি-টোয়েন্টি দলে জায়গা হারান বাবর। সব ঠিক থাকলে নতুনদের ব্যর্থতায় সেই প্রোটিয়াদের বিপক্ষেই টি-টোয়েন্টি দলে ফিরতে যাচ্ছেন এই তারকা ব্যাটার।

ব্যক্তিগত কাজে এ মুহূর্তে দুবাইয়ে আছেন বাবর। সেখানে ইংলিশ ব্যাটিং গ্রেট কেভিন পিটারসেনের সঙ্গে দেখা গেছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের একটি ছবি পোস্ট করে নতুন কোনো প্রকল্পে যুক্ত হওয়ার আভাস দিয়েছেন বাবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *