free tracking

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে পাকিস্তান স্কোয়াড থেকে তারকা পেসার বাদ!

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ১০ দিন বাকি। তবে এখন পর্যন্ত নিজেদের স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের প্রস্তুতি সারতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাবর আজমের দল। সেই সিরিজের জন্য পিসিবি ১৮ সদস্যের দল দিয়েছিল।

সেই দল থেকেই ১৫ জনকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করার কথা ছিল, তবে প্রাথমিক দলে থাকা তারকা পেসার হাসান আলীকে বাদ দিয়েছে পাকিস্তান। অর্থাৎ বাবর আজমের অধীনে আসন্ন মেগা আসরটিতে তার আর খেলা হচ্ছে না।

হাসান আলীকে বাদ দেয়ার কারণ হিসেবে পিসিবি জানিয়েছে, ‘টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে হাসান আলীর সঙ্গে কাউন্টি (ইংল্যান্ডের) ক্রিকেটের যে প্রতিশ্রুতি রয়েছে, সেটি যেন তিনি সম্পন্ন করতে পারেন। প্রাথমিকভাবে হারিস রউফ ইনজুরিতে থাকায় তার ব্যাক-আপ হিসেবে প্রাথমিক দলে রাখা হয়েছিল তাকে।’

বিশ্বকাপ স্কোয়াডে থাকার ব্যাপারে প্রধান পছন্দ ছিলেন রউফ, তিনি ফিট হয়ে যাওয়ায় আর হাসানের দরকার পড়ছে না। পাকিস্তান স্কোয়াডের এই পরিবর্তন এনেছিল ইংল্যান্ডের বিপক্ষে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে। যদিও লিডসে নির্ধারিত ম্যাচটি আর বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি।

পাকিস্তান ও ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী ২৫ মে বার্মিংহামে অনুষ্ঠিত হবে। এর আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য হুট করেই পাকিস্তান দলে নেয়া হয় হাসানকে। তিনি নিজেও হয়তো চমকে গিয়েছিলেন, কারণ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটটিতে কেবল তিনবার জাতীয় দলের হয়ে খেলেছেন ২৯ বছর বয়সী এই পেসার।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসবে। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। এই গ্রুপে তাদের সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ছাড়াও আছে আয়ারল্যান্ড, কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। আগামী ৬ জুন নিজেদের প্রথম ম্যাচে ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে বাবর আজমরা। আর ভারতের বিপক্ষে তারা নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে ৯ জুন নিউইয়র্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *