ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের প্রশংসা করায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে তিন তালাক দিয়েছেন এক ব্যক্তি।
সম্প্রতি দেশটির উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে জানানো হয়, জরওয়াল থানার বহরাইচ এলাকার ওই নারীর অভিযোগ, অযোধ্যার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোদি আদিত্যনাথের প্রশংসা করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তার স্বামী। একপর্যায়ে তাকে মারধরও করেন। পরে বিচ্ছেদ চেয়ে তিন তালাক উচ্চারণ করেন।
ওই নারী পুলিশের কাছে দেওয়া অভিযোগে বলেছেন, ‘২০২৩ সালে আমাদের বিয়ে হয়। তার পরই আমি অযোধ্যায় আসি। অযোধ্যা ধামের উন্নতি, রাস্তাঘাট, এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী যোগি এখানে উন্নতি করেছেন তাতে আমি অভিভূত। এইসব কথা স্বামীকে বলতেই তিনি রেগে যান। আমাকে বাবার কাছে পাঠিয়ে দেয়।’
জারওয়াল রোড থানার ইনচার্জ ইন্সপেক্টর (এসএইচও) ব্রিজরাজ প্রসাদ জানিয়েছেন, কিছুদিন পরে আত্মীয়দের মধ্যস্থতায় ওই নারী পুনরায় তার স্বামীর বাড়িতে ফিরে আসেন। এরপরেও ওই ব্যক্তি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন এবং তার স্ত্রীকে তিন তালাক দেন।
Leave a Reply