free tracking

আবার ভুল করলেন সাকিব আল হাসান!

আর মাত্র ১ দিন বাকি আছে। আর জয়ের জন্য দরকার ১৪৩ রান। পাকিস্তানের দরকার ১০ উইকেট। রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজের ২য় টেস্টে ১ম ইনিংসে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২৭৪ রানে বেধে ফেলে। মিরাজ নেন ৫ উইকেট।

জবাবে বাংলাদেশ শুরুতে টানা উইকেট হারিয়ে অনেক চাপে পড়েছিল। ২৬ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল। সেই খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে আনেন লিটন-মিরাজ। ১৬৫ রানের পার্টনারশিপ গড়েন। শেষ মেষ ২৬২ রানে থেমে যায়। ৪র্থ শতক তুলে নেন লিটন দাস।

২য় দফায় ২য় ইনিংসে ব্যাট করে ১৭২ রানে অলআউট হয়ে যায়। তারপর বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। এদিকে খেলার মধ্যেই আবার মেজাজ হারান সাকিব। খেলার ২৭.১ ওভারে বল করেন সাকিব আল হাসান। সালমান আগা ব্যাট হাতে প্রতিরোধ করেন। তারপর বল হাতে পেয়ে সজোরে ছুরে মারলেন সালমানের দিকে। সালমান ভয়ে সরে গেলেন। বল ধরলেন লিটন দাস। এ ব্যাপারে আইসিসি কোন জরিমানা করবেন কিনা এখনো সে ভাবে বলা যাচ্ছে না।

অবশ্য পরের বলেই বাউন্ডারি মেরে সাকিবকে উচিত জবাব দিলেন সালমান।