গেল বছর ২০২৩ সালে শিক্ষা, শান্তি ও মুক্তি- এই মূলনীতি সামনে রেখে নির্দলীয় ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার মধ্যরাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। ঐ স্ট্যাটাসে বলা হয়, ‘গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।’
প্রতিষ্ঠাকালীন ঐ ছাত্রসংগঠনটির সদস্যসচিব করা হয় নাহিদ হাসানকে। যিনি অন্তবর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা। অন্যদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।
প্রসঙ্গত, গত ২০২৩ সালের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নির্দলীয় ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’। এক বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়।
Leave a Reply