জয়সোয়াল-লোকেশ রাহুলের ৪৮ রানের জুটি ভাঙলেন নাহিদ রানা। ৫৬ রান করে স্লিপে সাদমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জয়সোয়াল। রাহুলকে ফেরান মেহেদি হাসান মিরাজ।
সকাল থেকে ওপেনার যশস্বী জয়সোয়ালকে নড়বড়ে মনে হয়নি।
যেখানে অন্যরা ভুগেছেন ব্যাটিংয়ে। বেশ কয়েকবার বিপদে ফেলেও আউট করতে পারেননি তাকে। দ্বিতীয় সেশনেই টেস্টে নিজের পঞ্চম ফিফটি তুলেন নেন। তবে ফিফটির পর বেশি আগাতে পারেননি।
৫৬ রানে নাহিদ রানার ১৪৮ কিলোমিটার গতির বলটি জয়সোয়ালের ব্যাটের কানা নিয়ে স্লিপে সাদমানের হাতে জমা পড়ে।
৫ বলের ব্যবধানে আবারও উইকেটের পতন হয়। ৪৩তম ওভারে তৃতীয় বলে শর্ট লেগে রাহুলকে জাকির হাসানের ক্যাচে পরিণত করেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।
৬ উইকেট তুলে নিয়ে আবারও ভারতকে চাপে ফেলল বাংলাদেশ।
১৬৪ রান ভারতের। ব্যাটিংয়ে আছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
Leave a Reply