যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস প্রাঙ্গণে এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ওই কর্মকর্তার লাশ উদ্ধার হয়।
বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে পিটিআইয়ের ওই প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর কারণ জানতে তদন্ত করছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ধারণা করা হচ্ছে, ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
ভারতীয় দূতাবাস শুক্রবার ওই কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এ নিয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস জানায়, গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা গেছেন। আমরা সংশ্লিষ্ট সংস্থা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি, যাতে দ্রুত লাশ ভারতে পাঠানো যায়।
Leave a Reply