হাসান নাসরাল্লাহর মৃত্যু নিশ্চিত করলো হিজবুল্লাহ!

ইসরায়েলের বিমান হামলায় প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে দলটি। দীর্ঘ ৩২ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসরাল্লাহ।

বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল শুক্রবার তাদের নেতা হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন।

এর আগে হাসান নাসরাল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েল সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরকে লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েল বিমান বাহিনী। এতে হাসান নাসরাল্লাহ নিহত হয় বলে দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও এখন বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র অভিচয় আদরাই দাবি করেন, সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহকে ইসরায়েল বাহিনী নির্মূল করেছে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *