ডিসি হওয়ার জন্য আন্দোলন করতে যাওয়া ১৭ উপ-সচিবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মোখলেস উর রহমান বলেন, কিছুদিন আগে আমাদের মন্ত্রণালয়ে কাজের একটা স্থবিরতা এসেছিল। সেটার জন্য এক সদস্যের একটা কমিটি করা হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের রিপোর্ট পাওয়া গেছে। ১৭ জনকে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন। এরপর ৩টি পর্যায়ে পরামর্শ দিয়েছেন কী কী ব্যবস্থা নেয়া যেতে পারে।
তিনি আরো বলেন, ৮ জনকে তদন্ত সাপেক্ষে এবং প্রসিডিউর অনুযায়ী গুরুদণ্ড দেওয়া যেতে পারে। ৪ জনকে তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধি অনুযাযী লঘু দণ্ড দেওয়া যেতে পারে। আর ৫ জনকে তিরস্কার বা সাবধান করা যেতে পারে। এটা হচ্ছে আমাদের ফাইন্ডিংস।
জনপ্রশাসনের সিনিয়র সচিব বলেন, মন্ত্রণালয়ে এরকম আন্দোলনকে কিন্তু ভালোভাবে নেয়নি। আমাদের সিনিয়ররা নেননি, কলিগরা নেননি, জুনিয়ররাও নেননি। দেশের জনগণও বিষয়টিকে ভালোভাবে নেয়নি। অনেকে বলেছে এই বিষয়টি কঠোরভাবে দমন না করা হলে প্রশাসন ভেঙে পড়বে, শৃঙ্খলা থাকবে না। কেউ আইনের ঊর্ধ্বে না। প্রশাসনের শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় যা যা করা দরকার, সবই করা হবে।
তিনি বলেন, ১৭ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হচ্ছে। তবে তাদের নাম প্রকাশ করেননি সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
Leave a Reply