নারকেল তেলের সাথে এই জিনিস মিশিয়ে মুখে লাগান, দু’সপ্তাহে পাল্টে যাবে ত্বক!

প্রত্যেকটি মানুষের সৌন্দর্য্য বজায় রাখার জন্য তাঁদের ত্বক প্রধান ভূমিকা পালন করে। সকলেই চায় যে তাঁদের ত্বক উজ্জ্বল ও রিঙ্কেলস ফ্রি হোক। আসলে ত্বকের মধ্যে রিঙ্কেলস বা বলিরেখা চলে আসে অনেক বয়স হয়ে যাওয়ার পর। তবে এখন খাদ্যাভ্যাস, দূষণ, সূর্যের আলো এবং আজকের সময়ে রাসায়নিক পণ্যের অতিরিক্ত ব্যবহারের কারণে অনেকের কম বয়সেই দেখা মেলে বলিরেখার। এগুলি বেড়ে গেলে কম বয়সেই সেই মানুষটিকে বৃদ্ধ দেখতে লাগে।

মুখের এই বলিরেখা কমানোর জন্য অনেকেই অনেক টাকা খরচ করে নামীদামী ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। তবে এইসব পণ্য যে কতটা উপকারী, সেই নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। উল্টে এইসব পণ্য ব্যবহার করে হিতে বিপরীত হতে পারে। তাহলে এখন ভাবছেন আপনার কি করা উচিত? আপনাদের জানিয়ে রাখি আপনার ত্বকের বলিরেখা দূর করার জন্য রয়েছে কিছু ঘরোয়া নুসকা। আপনার ঘরে রাখা নারকেল তেল ব্যবহার করেই আপনি নজরকাড়া ত্বক পেতে পারেন। কি করে ব্যবহার করবেন এই নারকেল তেল? বিস্তারিত জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

নারকেল তেলকে প্রতিটি ত্বকের ধরনে ব্যবহারের জন্য সর্বোত্তম বিবেচনা করা হয়। হলুদের কথা বলতে গেলে, এটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল, যা অনেক ব্যাকটেরিয়া থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করতে পারে। এর মধ্যে এক চিমটি হলুদের গুঁড়া মেশান। নারকেল তেল মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন।কিছুক্ষণ পর জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করুন। আবার মধুর সাথে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। বলিরেখার সমস্যা দূর করতেও নারকেল তেল ও মধুর ব্যবহার উপকারী বলে মনে করা হয়। নারকেল তেলে কিছু মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এর পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এইসমস্ত ঘরোয়া টোটকা ব্যাবহার করে আপনি রিঙ্কেলস ফ্রি ত্বক পেতে পারেন।