টি-২০ তে মাঠে নামার আগে প্রেস কনফারেন্সে হাজির হন তাওহীদ হৃদয়। সেখানে এক ভারতীয় মহিলা সাংবাদিক হিন্দিতে তাকে সেখানকার গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারার বিষয়ে প্রশ্ন করেন। তবে তাওহীদ হৃদয়কে পাশের একজনকে বলতে শোনা যায় হিন্দি তো পারি না। তখন পাশের ব্যক্তি তাকে বলেন আবহাওয়া নিয়ে জানতে চাচ্ছে। এরপর অবশ্য হৃদয় ইংলিশে এর উত্তর দেন।
তিনি বলেন, টেস্ট সিরিজে কাঙ্ক্ষিত ফল না পেলেও, টি-টোয়েন্টি সিরিজে ভালো করার আশা তরুণ এই ব্যাটারের, ‘আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া।’
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্যের কথা জানিয়ে হৃদয় বলেন, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।’
আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত ও সূর্যকুমার যাদবের দল। গোয়ালিয়রের শ্রীমাণ মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। যা দীর্ঘ ১৪ বছর পর এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ।
Leave a Reply