নারী টি-২০ বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বল হাতে দাপট দেখাচ্ছে ভারতের মেয়েরা। অন্যদিকে রান করতে ধুঁকছে পাকিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে চার উইকেটে ৪১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। দলকে আশানুরুপ সূচনা এনে দিতে পারেননি গুল ফিরোজা। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই রেনুকা সিংয়ের বলে বোল্ড হন এ ওপেনার।
সিদরা আমিন ৮ ও ওমাইমা সোহেল ৩ রানের বেশি করতে পারেননি। মুনীবা আলি একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে ১৭ রানে এ ওপেনার ফিরলে চাপে পড়ে পাকিস্তান।
নিদা দার ও আলিয়া রিয়াজ এখন ব্যাট করছেন। তারা যথাক্রমে ৬ ও ০ রানে অপরাজিত আছেন। শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা পাকিস্তান এ ম্যাচ জিতলে সেমির পথে অনেকটাই এগিয়ে যাবে।
অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানের হারে টুর্নামেন্ট শুরু করা ভারত টেবিলের তলানিতে আছে। সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ জিততেই হবে তাদের। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই একটু বাড়তি উত্তেজনা নিয়েই হাজির হয়েছে সবার সামনে।
Leave a Reply