কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা, ধনে পাতা ৬০০!

পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচসহ বাজরে সব সবজির দাম বাড়তে শুরু করেছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। অপরদিকে কাঁচা মরিচের দাম ৪০০ টাকাকে ডিঙিয়ে ধনেপাতা রেকর্ড গড়ে ফেলেছে। প্রতি কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে।

৬০০ টাকায়। যা গত দুই দিন আগে শুক্রবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি হিসেবে।
দিনাজপুরের সবচেয়ে বড় কাঁচাবাজার বাহাদুর বাজারের একাধিক সবজির দোকানে ঘুরে এই দাম জানা গেছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাহাদুর বাজারের সবজি ব্যবসায়ীরা বলেন, ‘কাঁচা মরিচের দাম নিয়ে ব্যস্ত হয়ে আছেন।

ধনে পাতার কেজি কত জানেন? ধনে পাতা রবিবার বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি। শুক্রবার বিক্রি হয়েছে ৮০০ টাকা কেজি।

বাহাদুর বাজারের সবজি বিক্রেতা ফরিদ হোসেন বলেন, ‘শুক্রবার ধনে পাতা ৮০০ টাকা কেজি বিক্রি হয়েছে। আজ ২০০ টাকা কমে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

টানা বৃষ্টিতে ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় রাতারাতি ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ধনে পাতা।’
আরেক সবজি বিক্রেতা আব্দুল আলিম বলেন, ‘দাম বেশি মানুষ ২৫ গ্রাম, ৫০ গ্রাম ১০০ গ্রাম করে ধনে পাতা কিনছেন। ধনে পাতার চেহারাও ভাল নয়। আমদানি কম তাই দাম বেশি।’

উপশহর বাজারের বিক্রেতা বাবু বলেন, ‘বৃষ্টির কারণে খেতের প্রচুর ক্ষতি হয়েছে।

এ কারণে ধনে পাতার দাম বেড়েছে। আমরাই ৫০০ টাকার চেয়ে বেশি দামে কিনেছি। খরচ হিসাব করে ৬০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।’
হামিদুর নামের এক ক্রেতা জানান, ১০০ গ্রাম ধনে পাতা কিনেছেন ৬০ টাকায়। পরিবারের সদস্যরা খেতে চেয়েছেন তাই তিনি কিনলেন। অথচ মৌসুমে এই ধনে পাতা বিক্রি হয় ৬০ টাকা কেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *