অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করছে। তবে এই সংলাপে জাতীয় পার্টিকে (জাপা) ডাকলে তীব্র বিরোধিতা ও প্রতিবাদ করার হুঁশিয়ারি আরোপ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
সোমবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক-পৃথক পোস্টের মাধ্যমে তারা এই হুঁশিয়ারি দেন। জাতীয় পার্টিকে হাসনাত আবদুল্লাহ ‘ফ্যাসিস্টের দোসর’ ও সারজিস আলম ‘মেরুদণ্ডহীন’ বলে আখ্যা দেন।
হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করবো।
সারজিস আলম লেখেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের প্রধান উপদেষ্টা কীভাবে আলোচনায় ডাকেন?
Leave a Reply