ঝিনাইদহের মহেশপুরে স্বামী রফিকুল ইসলামের করুন মৃত্যু দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন স্ত্রী শাহাজান খাতুনও।
বুধবার (৯ অক্টোবর) এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে।
প্রতিবেশীরা জানান, ফজরের নামাজের সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার সময় বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান রফিকুল ইসলাম। এ সময় তার মাথা দিয়ে রক্ত ঝরছিল। স্বামীর ঘরে আসতে দেরি হওয়ার কারণে স্ত্রী শাহানাজ খাতুন তার স্বামীকে দেখতে যান। গিয়ে দেখতে পান তার স্বামী বাথরুমের মধ্যে পড়ে আছে। মাথা থেকে ঝরছে রক্ত। তা দেখেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্ত্রী শাহানাজ খাতুনও।
স্বরুপপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কানন জানান, বাথরুমের মধ্যে পড়ে মাথায় আঘাত পান রফিকুল ইসলাম। তিনি বাথরুমের মধ্যেই মারা যান। তার করুন মৃত্যু দেখেই তার স্ত্রী শাহানাজ খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।
তিনি জানান, স্বামীর করুন মৃত্যু দেখে স্ত্রীও মারা যাওয়া ঘটনা খুবই কষ্টদায়ক।
Leave a Reply