সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পূজা মণ্ডপে ইট নিয়ে প্রবেশকালে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাচনা বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে তাকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম অনুকূল। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই ব্যক্তি হাতে ইট নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করেন এবং ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
তবে পূজা কমিটি পরিষদের একাধিক ব্যক্তি বলেন, অনুকূল মন্দিরের পাশে ডেকোরেটরের দোকানে কাজ করে এবং দোকানেই থাকে। তার বাবা-মা কেউ নেই। সে মানসিক ভারসাম্যহীন। সে এই ধরনের কাজ করতে পারে না। এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।
জামালগঞ্জ পুলিশ জানিয়েছে, এ বিষয়ে কারো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
Leave a Reply