সারজিস ও হাসনাতকে অলি আহমদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান এলডিপির!

যে সমন্বয়করা স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির অবদান সম্পর্কে জানে না, তারা আর যাই হোক মেধাবী ও রাজনীতি সচেতন ব্যক্তি হতে পারে না,’ বলে মন্তব্য করেছে এলডিপি।

সোমবার (২৮ অক্টোবর) দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাকের সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ‘বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীতে এলডিপির ৪ নেতাকর্মী নিহত, ৪ জনের অঙ্গহানি ও ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে।’

এতে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক বলেন, ‘বিগত ১৬ বছরে হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ অবদান রাখা দল এলডিপির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে হাইকোর্টে সমন্বয়কদের রিট করার বিষয়টি দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

সোমবার (২৮ অক্টোবর) সকালে ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম কেন অবৈধ হবে না, বলে রিট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

সালাহ উদ্দীন রাজ্জাক বলেন, ‘অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে দুঃখ প্রকাশ করে ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের কাছে ক্ষমা চাইতে অনুরোধ জানাই। সেই সঙ্গে হাইকোর্টে দায়েরকৃত রিট থেকে এলডিপির নাম প্রত্যাহারের আহ্বান জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *