ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে নিয়ে খালেদ মুহিউদ্দিনের টকশো, যা বললেন প্রেস সচিব!

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন নিয়ে টকশো আয়োজনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ ধরনের আয়োজন দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে পড়ে কিনা, সেটি আমাদের প্রশ্ন। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের প্রশ্ন হচ্ছে, উনি (সাংবাদিক) দায়িত্বশীল সাংবাদিকতা করেছেন কি না, সেটা দেখা উচিত।

এছাড়া, ফেসবুক পেজ ”ঠিকানায় খালেদ মুহিউদ্দীন” থেকে সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দেয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ফেসবুকে দেয়া পোস্টে উল্লেখ ছিল যে, ‘৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯টায়, বাংলাদেশ সময়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে একটি টকশো অনুষ্ঠিত হবে’।

এরপর সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য উঠে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে পোস্টে লেখেন, খালেদ মুহিউদ্দীন ভাই, এর আগে কখনো কি নিষিদ্ধ সংগঠনের কোনো নেতার সঙ্গে টকশো করেছেন? এটি আমাদের শহীদদের সঙ্গে বেইমানি, আমাদের ২ হাজার শহীদের এবং অর্ধলক্ষ রক্তাক্ত ভাই-বোনের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজ ফেসবুক পেজে এক পোস্টে বলেন, নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রচার করার মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের এবং জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *