আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, তীব্র ঝড় বয়ে না গেলেও বিকেল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে বজ্রপাতও। এতে ভ্যাপসা গরম কিছুটা স্বস্তি মিলেছে। এদিকে, ঢাকা ছাড়াও রাতের মধ্যে দেশের আরও পাঁচ অঞ্চলে তীব্র ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানা যায়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে- ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে।
পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলেও সতর্কবার্তায় বলা হয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
Leave a Reply