পাকিস্তান থেকে আসা জাহাজে ছিল যেসব পণ্য!

পাকিস্তানের করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। বুধবার (১৩ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভেড়ে। বলা হচ্ছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারে মতো পণ্যবাহী কোনো জাহাজ সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে।

এমন নানা কারণেই পাকিস্তানি জাহাজটি বাংলাদেশ আসার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে।

এদিকে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ আসার বিষয়টি নিয়ে অনলাইন প্লাটফর্মে চলছে নানা আলোচনা। ব্যবহারকারীদের মধ্যে এই জাহাজে করে আসা বিভিন্ন পণ্য নিয়েও কৌতূহল রয়েছে।

এ নিয়ে আলোচনার মধ্যেই জানা গেছে পাকিস্তানি সেই জাহাজে ৩৭০টি কন্টেইনার এসেছে। এরমধ্যে পাকিস্তান থেকে জাহাজে লোড হয়েছে ২৯৭টি কন্টেইনার, বাকিগুলো লোড হয়েছে দুবাই থেকে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক ৩৭০টি কন্টেইনার আসার তথ্য নিশ্চিত করেছেন। আর চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তান থেকে জাহাজে লোড হয়েছে ২৯৭টি কন্টেইনার, বাকিগুলো লোড হয়েছে দুবাই থেকে।

তিনি জানান ওই সব কন্টেইনারে ফ্রেবিকস, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেশিয়াম কার্বোনেট ও ডলোমাইট এসেছে। এসব পণ্যের ওজন ছয় হাজার ৩৩৭ টন। এর মধ্যে ১১৫ কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ। ডলোমাইট রয়েছে ৪৬টি কন্টেইনারে।

কাস্টমস কর্মকর্তাদের তথ্যমতে, কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই ছিল টেক্সটাইল শিল্পের কাঁচামাল। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রঙ, কাঁচামাল কাপড়ও রয়েছে। ৪২টি কন্টেইনারে ছিল পেঁয়াজ, আর ১৪টি কন্টেইনারে আছে আলু।

দেশের আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিকস, হাফিজ করপোরেশন, এম আর ট্রেডিংস এসব পণ্য আমদানি করেছে বলে জানা গেছে।

আরব আমিরাত থেকে আসা কন্টেইনারে খেজুর, মার্বেল ক্লক, কপার ওয়্যার, জিপসাম, লোহার টুকরো। একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় পণ্য এসেছে বলেও কাস্টমস সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *